না’গঞ্জে অন্ধ ভিক্ষুকদের মধ্যে র‌্যাবের খাদ্য সহায়তা

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে অন্ধ ভিক্ষুকদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থির র‌্যাব-১১ এর সদর দপ্তরের বাইরে ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ সহায়তা দেয় র‌্যাব। এসময় ১২০ জন অন্ধ ভিক্ষুকের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এদের মধ্যে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের বাচ্চাদেরও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন জানান, ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত আমরা সমাজের কর্মহীন, দরিদ্র ও নিম্নশ্রেণির মানুষদের সহায়তা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব শারীরিক দূরত্ব নিশ্চিতে নানা কাজ করে যাচ্ছে।

তিনি জানান, মোট ১২০ জন অন্ধ ভিক্ষুকের মধ্যে সোমবার খাবার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৫০০ করে নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়ায় যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য শিশু খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।