না’গঞ্জে রমজানের প্রথম জুমায় বাড়িতেই নামাজ আদায়

জেলা প্রতিবেদকঃ রমজান মাসের প্রথম জুমার নামাজ ঘরে বসেই আদায় করেছেন নারায়ণগঞ্জবাসী। তবে প্রতিটি মসজিদে অনধিক ১০ জন জুমার নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ।

শুক্রবার (১ মে) রমজানের প্রথম জুমার দিন নগরবাসী বাড়িতে বসেই নামাজ আদায় করলেও কিছু কিছু বাড়ির ছাদে ও কমপাউন্ডে ব্যক্তিগত উদ্যোগে শুধু বাড়ির মানুষেরাই জুমার নামাজ আদায় করেছেন।

এ ব্যাপারে মুসলিমনগর জামে মসজিদে ইমাম মাওলানা মীর মোহাম্মদ কাউসার আলী জানান, আমরা এ প্রথম কোনো রমজানের জুমার নামাজ শুধু অনধিক ১০ জনে আদায় করলাম। তবে আমরা সবাইকে বাড়িতে থেকে নামাজ আদায় করতে আজানের পর মাইকে অনুরোধ করেছি।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহা. জাকির হোসাইন জানান, আমাদের নির্দেশনা ছিল প্রতিটি মসজিদে যেনো সরকারি ও ইসলামিক ফাউন্ডেশনে নির্দেশনা মেনে অনধিক ১০ জনে জামাত আদায় হয় এবং সবাইকে ঘরে বসেই নামাজ আদায় করতে আহ্বান জানানো হয়। এরকমই প্রতিটি মসজিদ করেছে।