নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পিস্তলসহ শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার নুরুলাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল নুরুলাপুর গ্রামে মৃত হারান মোল্লার ছেলে।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, ভোরে নুরুলাপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।