নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)-৫ সদস্যরা।
রোববার ভোরে সিংড়া উপজেলার বালুয়াবাসুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়গ্রাম এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদাত হোসেন, আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন ও বগুড়ার শাহজানপুরের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে ভাগ্নে শামীম।
র্যাব-৫ এর সিপিসি ২ এর এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুয়াবাসুয়া এলাকায় অভিযান চালায় র্যাব – ৫ এর একটি দল। এ সময় নছিমনে করে সিংড়া বাজারের দিকে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আজ দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৫ এর নাটোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ৪ আগস্ট রাতে নাটোরের সিংড়ায় মোজাফফর হোসেন মোজাই (৪০) নামের প্রাক্তন এক ইউপি সদস্য ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে হত্যা করা হয়। মোজাফফর ও হাসেম বরগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
এ ঘটনায় পরদিন ৫ আগস্ট নিহত মোজাফফরের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।