
নাটোর প্রতিনিধি : নাটোরের তিন যুবলীগকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
এ সময় শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা তিন যুবলীগ কর্মী হত্যাকাণ্ডের নিন্দা জানান। এ ছাড়া তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।