নাটোরের প্রতিপক্ষের হামলায় আহত এক শিশু মারা গেছে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত আসিব হোসেন (১০) নামে এক শিশু মারা গেছে।

সোমবার সকালে সিংড়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আসিব সিংড়া উপজেলার থাঐল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের ছেলে ও চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, ‘আসিব হোসেন রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরছিল। মাঠের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গদনকুড়ি গ্রামের কাশেম মৃধার ছেলে শাহীন মৃধা ওই শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিংড়া থানায় হত্যা মামলা হয়েছে।’