নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসেনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার রামসাকাজীপুর গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির ফ্যানের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসেনা বেগম মারা যান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।