নাটোরে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার ভোরে উপজেলার জামতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে জামতৈল গ্রামের শাজাহান মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচ পরিবারের ১১টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।