নাটোর প্রতিনিধি : নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ বিল্লাল হোসেন (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার বিকেলে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে রোববার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় বাসের যাত্রী বিল্লাল হোসেনের সিট থেকে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন বরিশাল জেলাল গৌরনদী এলাকার কলাবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে