নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে আরাফাত আলী (৬) ও নুর নবী (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর দুইটার সময় উপজেলার বনকুড়ি খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফাত ওই গ্রামের আলী আকবরের ছেলে ও নুর নবী একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তারা দু’জনেই স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ালেখা করতো।

সিংড়ার ইটালী ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আরাফাত ও নুর নবী পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে তারা খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুমার নামাজের পর পরিবারের লোকজন তাদের বাড়িতে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, এটা খুবই বেদনাদায়ক ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। ওই দুই পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে।