
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শ্যালক শিশু খান জাহান (৭) হত্যা মামলায় দুলাভাই হেলালকে (২৭) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে এই আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম। হেলাল উপজেলার লালোর ইউনিয়নের আগমুনশন গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
মামলার অপর তিন আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বছর পাঁচেক আগে খান জাহানের বোন রোকেয়ার সঙ্গে একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে হেলালের বিয়ে হয়। তারপর থেকেই সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকত।
এক পর্যায়ে ২০১৬ সালের ১৪ জানুয়ারি দুপুরে খান জাহানকে হত্যা করে বস্তায় রেখে দেয় দুলা ভাই হেলাল। পরে খোঁজাখুঁজি করে তার বাড়ির শয়ন কক্ষের এক স্থানে বস্তাবন্দি অবস্থায় খান জাহানের লাশ পাওয়া যায়।
এই ঘটনায় নিহতের বাবা তালেব বাদী হয়ে হেলাল উদ্দিনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই আদেশ দেন।