ক্রীড়া ডেস্ক : লোকি ফার্গুসনের শর্ট বলটি মিড উইকেট দিয়ে চার হাঁকালেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক সঙ্গে সঙ্গে নাম লেখালেন ইতিহাসে।
ওয়ানডেতে দ্রুততম ৯ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ভেঙেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গড়া আগের রেকর্ড।
৯০০০ রান করতে সৌরভের লেগেছিল ২২৮ ইনিংস। সৌরভের চেয়ে ২৩ ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন ডি ভিলিয়ার্স, তার লাগল ২০৫ ইনিংস।
ওয়ানডেতে দ্রুততম ১০০০ রানের বিশ্ব রেকর্ড যৌথভাবে পাঁচজনের। দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০ রান হাশিম আমলার। দ্রুততম ৭০০০ রান বিরাট কোহলির। দ্রুততম ৮০০০ রান ডি ভিলিয়ার্সের।
তবে ১৮১ ইনিংসে গড়া ডি ভিলিয়ার্সের সেই রেকর্ড বেশি দিন টিকবে বলে মনে হয় না! বর্তমানে ১৭১ ইনিংসে কোহলির রান ৭৭৫৫। ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙতে পরের ১০ ইনিংসে কোহলির প্রয়োজন ২৪৫ রান।
৯ হাজার রান পূর্ণ করতে ওয়েলিংটনে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের প্রয়োজন ছিল ৫ রান। দুটি সিঙ্গেল নেওয়ার পর ফার্গুসনের বলে চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
৯ হাজার রান করতে ডি ভিলিয়ার্স বল খেলেছেন ৯০০৫টি। এটিও নতুন রেকর্ড। এত দিন রেকর্ডটা ছিল প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের (৯৩২৮ বল)।
ওয়ানডেতে দ্রুততম ৯০০০ রানের সেরা পাঁচ
খেলোয়াড় ইনিংস
এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ২০৫
সৌরভ গাঙ্গুলি (ভারত) ২২৮
শচীন টেন্ডুলকার (ভারত) ২৩৫
ব্রায়ান লারা (উইন্ডিজ) ২৩৯
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৪২