আমার কন্যার মোছাঃ জান্নাতুল মাওয়া যশোর শিক্ষা বোর্ডের অধীন গাংনী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ হতে ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়। যার রোল নং ৫৯২১৬৩, রেজিষ্ট্রেশন নং ১৪১৩৩৫৫৪৮৮, শিক্ষাবর্ষ ২০১৪। উক্ত পরীক্ষা পাশের সনদপত্রসহ সকল পত্রাদিতে তার মাতার নাম ভূলবশতঃ বাংলায় মোছাঃ মানফিরা বেগম ও ইংরেজীতে গজঝ. গঅঘঋওজঅ ইঊএটগ লেখা হয়েছে। যার প্রকৃত নাম বাংলায় মোছাঃ মানজিরা খাতুন ও ইংরেজীতে গঝঞ. গঅঘতওজঅ কঐঅঞটঘ হবে। এব্যাপারে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে নাম সংশোধনের হলফনামা সম্পাদন করা হয়েছে। যার ক্রমিক নং ৩৩৩, তাং ২৮/০৯/২০১৬।
-মোঃ ইউসুফ আলী, গাংনী, মেহেরপুর।