নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার এসআই সাব্বির বলেন, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বিধবা রাজিয়া বেগম মুরাপাড়া এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছিল। রাতে দুর্বৃত্তরা রাজিয়াকে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।