জেলা প্রতিবেদকঃ বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জে ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় একটি কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধের পর বিক্ষোভ মিছিল করে।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে দেখা যায়।
শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় ও জেলার সংগঠক জাহাঙ্গীর আলম গোলক জানান, মার্চ ও এপ্রিলের বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার বিসিক এলাকায় আরএফ ফ্যাশন, সিদ্ধিরগঞ্জের ওয়েস্ট নিট কারখানা, সোমেন ফ্যাশন, চাঁদমারী এলাকার ইউরো টেক্স নেটওয়ার্ক, এফসিইজেড ফ্যাশন, পুলিশ লাইন্স এলাকার আমেনা গার্মেন্ট, গাবতলী এলাকার রূপায়ন সোয়েটার, ফাইন নিট কারখানার শ্রমিকেরা নিজ নিজ কারখানার সামনে ও ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
তিনি আরও জানান, আমেনা গার্মেন্টসে ৩০০ শ্রমিক কাজ করে। কিন্তু এর মধ্যে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক যারা ২ থেকে ৩ মাস ধরে কাজ করছেন। তাদের মার্চ মাসের বেতন পরিশোধ করে মালিক পক্ষ ছাঁটাই করে দেয়। এতে ক্ষোভে শ্রমিকেরা সকাল ১০টা থেকে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করে। পরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুপুর ২টায় শ্রমিক ছাঁটাই প্রত্যাহার করা হয়েছে আশ্বস্ত করা হলে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেয়। আধা ঘণ্টার মধ্যে আবারও যান চলাচল শুরু হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. মেহেদী বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হয়েছে। এখন কারখানায় কাজ নেই তাই বন্ধ। কাজ শুরু হলে আবারও তারা কাজে যোগদান করবেন। দুপুর ২টায় এ বিষয়ে আশ্বস্ত করা হলে তারা আন্দোলন স্থগিত করে বাসায় ফিরে যায়।