নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাগজ ভর্তি ট্রাক খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর প্রাইমারি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের কেন্দুয়া গ্রামের আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২), একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০) ও একই জেলার রাঙ্গাবালি উপজেলার চরমোমতাজ গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩০)।
নিহতরা সোনারাগাঁও উপজেলা পিরোজপুরে অবস্থিত মোস্তফা গ্রুপের হ্যারিটেজ পলিমার অ্যান্ড ল্যান্ডটিউবস কারখানার শ্রমিক।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, কাগজভর্তি ট্রাকটি আষাঢ়িয়ারচর প্রাইমারি স্কুলের উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।