নারায়ণগঞ্জে জুমার নামাজে মুসল্লিদের সচেতনতায় পুলিশ

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় করোনার ঝুঁকি রোধে সচেতনতায় মুসল্লিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের নামাজে না আসতে অনুরোধ করেন তারা।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজে প্রবেশের সময় ও নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লিদের সচেতন করেন পুলিশ সদস্যরা। শহরের ডিআইটি জামে মসজিদ, চাষাঢ়া নূর মসজিদসহ বিভিন্ন মসজিদে এমন দৃশ্য দেখা গেছে।

মুসল্লিদের ও পুলিশ সূত্রে জানা যায়, নামাজে আসা মুসুল্লিদের করোনার ঝুঁকি এড়াতে শুধু ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় ও বাকি সুন্নত নফল বাড়িতে আদায়ের জন্য অনুরোধ করেন পুলিশ সদস্যরা। এ সময় মুসল্লিরাও তাদের উপদেশ শোনেন। একই সঙ্গে জামাতে বেশি জমায়েত না করার আহবানও জানান তারা। নামাজ বাড়িতে পড়তেই উৎসাহিত করেন পুলিশ সদস্যরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম মুসল্লিদের সচেতন করতে। আমরা অসুস্থ ব্যক্তিদের নামাজে না আসতে বলেছি এবং সুস্থদের শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করতে বলেছি।’