নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে রায় দেন। একই সঙ্গে লাশ গুমের অপরাধে প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করার অপরাধে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তুহিনের চাচাত ভাই মাহফুজুল ইসলাম ও তার বাবা বিল্লাল হোসেন।

উপজেলার বগাদী কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছিরউদ্দীনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিন ২০১৫ সালের ৯ মে বিকেলে মাঠে খেলতে গেলে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা ৯ মে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেন।

১২ মে বিকেলে নরসিংদী থেকে মাহফুজুল ইসলামকে গেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।