নারীদের প্রতি গুগলের সম্মান আন্তর্জাতিক নারী দিবসে

নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

সার্চ জায়ান্ট গুগল যেকোনো বিশেষ দিনে ডুডলের মাধ্যমে সেই দিনটি উদযাপন করে থাকে। আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল তাদের ডুডলের মাধ্যমে নারীদের সম্মান জানিয়েছে।

ডুডল ঘর থেকে শুরু করে সমাজের সবক্ষেত্রে নারীদের অগ্রযাত্রাকে তুলে ধরে সম্মান প্রদর্শন করেছে।

এবারের নারী দিবসের ডুডলটি ভিন্নভাবে উপস্থাপন করেছে গুগল। ফুটিয়ে তোলা হয়েছে নারীর বিভিন্ন রূপ। তবে বেশি দেখানো হয়েছে ‘মমতাময়ী মা’ বিষয়টি।
আলাদা গুগল ডুডলের স্লাইডশোর মাধ্যমে দেখানো হয়েছে অসাধারণ ১৩ জন সফল নারীর গল্প। ডুডলে ঘর থেকে শুরু করে বিজ্ঞান, খেলাধুলা, মহাকাশ, এমন বিভিন্ন অঙ্গনে কীর্তিমান নারীদের ভূমিকা তুলে এনেছে গুগল।

আন্তর্জাতিক নারী দিবস (আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর ৮ মার্চ পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য বিভিন্ন প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।

প্রসঙ্গত, এবার নারী দিবসের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।