নারীর প্রতি বৈষম্য রেখে মুক্তিযুদ্ধের সঠিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক : নারীর প্রতি বৈষম্য রেখে মুক্তিযুদ্ধের সঠিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ‘মেলা : সমমর্যাদায় যৌথ জীবন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ‘আমরাই পারি’ নির্যাতন প্রতিরোধ জোট এ মেলার আয়োজন করে।

সুলতানা কামাল বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে হলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। নারীদের আলাদা করে রেখে একটি দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। আমাদের ব্যক্তিগত, সামাজিক, নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যমুক্ত একটি সমাজ গঠন করতে পারলেই বিজয় দিবস স্বার্থক হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের নারীদের প্রতি বৈষম্য নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। নারীদের অধিকার নিশ্চিত করতে সবার আগে প্রয়োজন আমাদের মানসিকতা পরিবর্তন। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। রাষ্ট্রের উন্নয়নে সকলে একযোগে কাজ করতে হবে। কাউকে আলাদা করে রাখার সুযোগ নেই।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘সমমর্যাদায় যৌথ জীবন’ এ স্লোগানকে ধারণ করে নারী-পুরুষের মধ্যকার সকল সম্পর্কের বৈষম্যমুক্ত নির্যাতনমুক্ত প্রয়াস থেকে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ঢাকা শহরে বসবাসরত নারী-পুরুষের ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনের কিছু প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলো প্রদর্শন করা হবে। ‘আমরাই পারি’ বিশ্বের ১৫টি দেশে পরিচালিত একটি কার্যক্রম। বাংলাদেশে ‘আমরাই পারি’ কার্যক্রম পারিবারিক নির্যাতন বন্ধে ৫৫টি জেলায় কাজ করছে। বর্তমানে ৫০০ এর অধিক সংগঠন ও ১০ লাখ চেঞ্জমেকার ‍এর সঙ্গে সম্পৃক্ত।