নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের পুকুরিয়া ও পূর্বচকপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন স্থানে ওই অভিযান চালানো হয়। নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ স্বামী-স্ত্রীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- জেলা শহরের পুকুরিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী, শরিফ, জাহাঙ্গীর, রুবেল মিয়া ও হেরোইন ব্যবসায়ী দম্পতি আসাদুজ্জামান ও তার স্ত্রী সাজেদা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া ও পূর্বচকপাড়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ও আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ ছানোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।