নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ

ক্রীড়া ডেস্ক : নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী মাসে ইংল্যান্ডে শুরু মেয়েদের বিশ্বকাপের প্রাইজমানি ২০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সবগুলো ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখা যাবে। প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)।

২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত সবশেষ নারী বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার প্রাইজমানি ছিল মাত্র ২ লাখ ডলার।

২০১৫ সালে আইসিসি ঘোষণা দিয়েছিল, ২০১৭ নারী বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০ লাখ মার্কিন ডলার। কাল সেটি দ্বিগুণ করার কথা নিশ্চিত করেছে আইসিসি। ক্রিকেটের স্বার্থেই নারী বিশ্বকাপে প্রাইজমানি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।