নালিতাবাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ীঃ:”আদিবাসীর অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণা পত্রের এক দশক” এই প্রতিপাদ্য কে ধারণ করে আজ বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। টিডব্লিউএ, সনাক, বারোমারী মিশন ও কারিতাসের আয়োজনে উপজেলা বারোমারী মিশনে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বারোমারী মিশনের হল রুমে আদিবাসী সংগঠন ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান লুইস নেংমিনজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান। অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জোবায়দা খাতুন, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পদক গোপাল চন্দ্র সরকার, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন, প্রবন্ধকার হেমারসন হাদিমা, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, মনিরুল ইসলাম মনির, এম সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, আদিবাসীদের আন্তর্জাতিক স্বীকৃতি আছে। কিন্তু আদিবাসী হিসেবে তাদের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি। তাছাড়া, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ,হত্যা, ভূমি থেকে উচ্ছেদ প্রভৃতি ঘটনার ঘটছে আদিবাসীদের সাথে। যা এই স্বাধীন বাংলাদেশে কখনোই কাম্য নয়। অপর দিকে একটি খোলা চিঠির মাধ্যমে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের সনেশ সাংমা মা নানীর রেখে যাওয়া প্রায় ৪ একর সম্পত্তির খারিজ উপজেলার নয়াবিল ইউনিয়নের ভূমি অফিসে চাইতে গেলে তার কাছে খারিজের ১লক্ষ টাকা চাওয়া হয় মর্মে একটি খেলা চিঠির মাধ্যমে জানানো হয়।
ছবিতেঃ নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত হয় ।