শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে কবরস্থানের কবর খুড়ে আটটি লাশের কংকাল চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে। দু একদিন আগে কোন এক সময়ে লাশগুলো চুরি হয়ে থাকতে পারে বলে ধারনা করছে এলাকাবাসি।
জনপ্রতিনিধি ও এলাকাবাসির সূত্রে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাকরকান্দি গ্রামে কবরস্থান থেকে রাতের কোন এক সময়ে কবর খুড়ে আটটি লাশ চুরি হয়। আজ সকালে এক ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে অনেকটি কবর খুড়া দেখতে পান। পরে এলাকাবাসিকে জানালে গ্রামবাসি কবরস্থানে গিয়ে আটটি কবর খুড়া দেখতে পান। তারা ধারনা করছেন লাশ চুরি করে কঙ্কাল বিক্রি করার জন্য এই লাশ গুলো চুরি হয়ে থাকতে পারে।
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার বলেন, রাতের কোন এক সময়ে আটটি কবর খুড়ে লাশ চুরি করা হয়েছে। কঙ্কাল বিক্রির জন্য কোন চক্র এই লাশ চুরি করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। আমি এসকল লাশের কংকাল চোরদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।