নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুর প্রতিনিধি:
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন স্লোগনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামীলীগের সভপতি জিয়াউল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রণব চন্দ্র ভট্রাচার্য, সহকারী সমবায় অফিসার কামরুজ্জামান বাবু প্রমুখ। এছাড়াও শহরের নব সূর্যদয় বহুমুখি সমবায় সমিতি অংশ গ্রহন করেন, এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি আবুল মনসুর, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ম্যানেজার আহসান হাবীব হাসু, সদস্য কামরুজ্জামান নয়ন, সদস্য ফরিদ আহম্মেদ প্রমুখ।