শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর আয়োজনে ৩ নভেম্বর জেলা হত্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জিয়াউল হক মাষ্টারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, রানীগাও, নালিতাবাড়ীর আয়োজনে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আ: হক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, রানীগাও, নালিতাবাড়ীর সভাপতি মো: গোলাম মোস্তফা, সম্পাদক মো: রাজু মিয়া, সহসম্পাদক রাজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম, কোষাধাক্ষ অরিফ মিয়া, প্রচার নজরুল ইসলাম, ধর্ম শেখ ফরিদ, অফিস সহকারী জনি মিয়া প্রমুখ । ইতি পূর্বে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, রানীগাও, নালিতাবাড়ীর সভাপতি মো: গোলাম মোস্তফা ক্রীড়া মন্ত্রনালয় হতে ক্লাবের সদস্যদের জন্য ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল সরঞজামাদি উপহার দেন । অপরদিকে বিল্লাল হোসেন চৌধুরীর নেতৃর্ত্বে নন্নী ইউনিয়ন আওয়ামীলীগের একটি মিছিল উপজেলা আওয়ামীলীগের সভায় যোগদান করেন।