নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লজ্জাবতি বানরের সন্ধান পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী গ্রামের নন্নী পোড়াগাঁও হাজি নুরল হক মৈত্রি কলেজের প্রভাষক নুরুজ্জামান বাড়ির বাঁশঝাড় থেকে এই লজ্জাবতি বানরটিকে আটক করা হয়।