শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে হাইজিন-স্বাস্থ্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলে গত ২৩ আগষ্ট নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক মাষ্টার, ব্র্যাক জেলা কর্মকর্তা আতাউর রহমান, ওয়াস কর্মসূচীর জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ, উপজেলা ব্যবস্থাপক এরশাদ আলম ও মোঃ মামুনুর রশিদ। এছাড়াও আরবান ওয়াশ কমিটির সভাপতি, সদস্য সচিব, ইমাম, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পৌরসভার আরবান এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, ব্যবহার ও হাইজিন বিষয় গুলোর উপর আলোচনা হয়।