শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন হতে ট্রলিতে আনা সরকারের দেওয়া ১০ টাকা মূল্যের প্রায় ১৫’শ কেজি চাল ও ড্রাইভারসহ আটক করেছে উপজেলা প্রশাসনের একটি অভিযানিক দল।
পুলিশ ও প্রশাসন সূত্রে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ডিলার আঃ লতিফ মিয়ার দোকান থেকে সরকারের দেওয়া ১০ টাকা মূল্যের প্রায় ১৫’শ কেজি চাল ট্রলিতে করে আনার সময় নালিতাবাড়ীর শিমূলতলা পল্লী বিদ্যুৎ এলাকায় হাতে নাতে আটক করেছে একটি অভিযানিক দল। এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা প্রমুখ। এসময় চাউল ভর্তি ট্রলি ড্রাইভার জহুরুল ইসলাম (২৫) সহ আটক করা হয়।