
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী শহর এলাকায় ভোগাই নদী হতে বালু উত্তোলনে নদী রক্ষা বাধের ব্লক ও রাস্তার ক্ষতির সন্মুখিন হওয়ায় এলাকাবাসীর অভিযোগে আজ বুধবার উপজেলা প্রশাসন ও পৌরসভা শহর এলাকায় বালু উত্তোলন বন্ধ ঘোষনা করেছে।
এলাকাবাসী ও প্রশাসন সূত্রে, দীর্ঘ দিন ধরে ভোগাই নদী হতে পৌরশহর এলাকায় নদীর পাড় ঘেষে নদী রক্ষা বাধ ব্লক ব্যবহার করে বেশ কিছু লোক বালু উত্তোলন করে দেদারচে বালু ব্যবসা করে আসছিল। এতে করে বালু মিশ্রিত পানি ব্লক ও নদী পাড়ের ব্যাপক ক্ষতি হচ্ছে ও যে কোন মুর্হুতে ব্লক নদীতে ধসে যেতে পারে। একই সাথে বালু বিক্রর সময় যে যানবাহন বালু ভর্তি ট্রলি বালু নিয়ে শহরের ছোট ছোট রাস্তা ব্যবহার করায় পৌর শহরের রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছে। ফলে এলাকাবাসীর অভিযোগে উপজেলা প্রশাসন ও পৌরসভা শহর এলাকায় বালু উত্তোলন বন্ধ ঘোষনা করেছে। এব্যাপারে পৌর মেয়র মোঃ আবু বাক্কার সিদ্দিক বলেন, শহর এলাকায় ভোগাই নদী হতে বালু উত্তোলন করায় ব্লক ও রাস্তার ক্ষতির সন্মুখিন হওয়ায় এলাকাবাসীর অভিযোগে এসব মেশিন বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, আমি শহরের নদী রক্ষা বাধ পরিদর্শন করেছি। এসব বন্ধ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।