মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বুধবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিদুজ্জামান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের শেষ দিকে সরকার বিরোধী বিক্ষোভ ও অবরোধ চলাকালে দুটি নাশকতা মামলার আসামাী জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম। দির্ঘদিন পলাতক থাকার পর বুধবার সে আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।