নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাউন্সিলরের নাম ইকবাল হোসেন দিলদার (৪০)। তিনি রাসিকের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনকি সম্পাদকও।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, কাউন্সিলর দিলদারের নামে মোট পাঁচটি মামলা আছে। এর মধ্যে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এ কারণে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে তাকে আদালতে তোলা হবে।