নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাব-১১ এর সাবেক সদস্য আবদুল আলিম আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণের পর দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তার আইনজীবী রিয়াজুর রহমান তালুকদার জানান, সাত খুনের ঘটনার পর আবদুল আলিমকে র্যাবের চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলে তিনি আত্মগোপনে যান। পরে গত ১৬ জানুয়ারি মামলার রায় ঘোষণা হলে তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। আবদুল আলিম সাত খুন মামলার পলাতক ১২ আসামির মধ্যে তিন নম্বর আসামি। তার বাড়ি নাটোর জেলার বাঘাতিপাড়া থানার মহজমপুর গ্রামে।
গত ৫ ফেব্রুয়ারি আরেক পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে পুলিশ মাগুরা জেলার সালিশা উপজেলার কাতলি গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ আসামি ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৯ আসামির মধ্যে এখনো ১০ জন পলাতক। এদের মধ্যে ছয়জনই র্যাবের সাবেক সদস্য।