‘নিউজিল্যান্ডকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের’

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের। সেই কাজটা করে দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় শুক্রবার রাতে কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা।

এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে আছে বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালের দরজা এখনও খোলেনি। আজ ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গী হিসেবে শেষ চারে উঠবে বাংলাদেশ। মাশরাফির দলের সামনে এখন সেমিফাইনালে যাওয়ার হাতছানি। তবে শেষ চারে যাওয়া নিয়ে অতটা ভাবছেন না মাশরাফি। নিউজিল্যান্ডকে হারাতে পারায় বেশি তৃপ্ত মাশরাফি। শেষ চারে না গেলেও কোনো আক্ষেপ থাকবে না বাংলাদেশ দলপতির।

মাশরাফি বলেছেন, ‘আমাদের জয় পাওয়া দরকার ছিল আমরা পেয়েছি। এটাই আমাদের প্রাপ্তি। বাকিটা আগামীকালের ম্যাচের উপর নির্ভর করছে। আমরা আমাদের ম্যাচ নিয়ে ভাবছি। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা আমাদের কাজ করেছি। টুর্নামেন্টের প্রটোকল বা সিস্টেম অনুযায়ী যা হবার তাই হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় মাশরাফির জন্য বিশেষ কিছু। বিশেষ করে নিন্দুকের মুখ বন্ধ করতে পেরে মাশরাফি খুশি। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এরকম আসরে ভালো করতে না পারলে অনেক কথা উঠে। এ জয়টা ভালো হয়েছে। আমার বিশ্বাস আমাদেরকে এখন অনেকেই বলবে আমরা ভালো দল হয়ে উঠছি। এতদিন হয়তো ঘরের মাঠে জিতেছি। এখন ঘরের বাইরেও জিততে শুরু করেছি। এ ধরণের জয় দলকে উদ্বুদ্ধ করতে অনেক সাহায্য করবে। ভবিষ্যতে আরও ভালো করতে পারব আমরা।’