
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন এসেছে।ইনজুরির কারণে শেষ দুই টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইল ব্রুম।
ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের নেইল ব্রুম বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করেন ব্রুম। ওয়ানডেতে ভালো করায় সুযোগ পেয়েছিলেন টি-টোয়েন্টিতেও। প্রথম টি-টোয়েন্টিতে একাদশেও ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু নেপিয়ারে ফিল্ডিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান ব্রুম।
জানা গেছে, ব্রুমের আঙুলে ফাঁটল ধরা পড়েছে। ইনজুরির কারণে ৭ থেকে ১০ দিনের মত তাকে বিশ্রামে থাকতে হবে। তার পরিবর্তে শেষ দুই টি-টোয়েন্টির জন্য কিউই স্কোয়াডে সুযোগ পেয়েছেন জর্জ ওর্কার।
ওপেনিংয়ের ব্যাটসম্যান ওর্কার স্পিনে বল হাতেও দারুণ কার্যকরী। বৃহস্পতিবার তাওরাঙ্গায় দলের সঙ্গে যোগ দিয়েছেন জর্জ ওর্কার। শুক্রবার এখানেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।