নিউজিল্যান্ড দলের সদস্যদের জরিমানা

ক্রীড়া ডেস্ক : উইলিয়ামসন দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন একই অপরাধ দ্বিতীয়বার করলে উইলিয়ামসন এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রান তাড়া করতে নেমে ৮৭ রানে হেরেছে নিউজিল্যান্ড। টানা দুই জয়ে সবার আগে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে ইংলিশরা।
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর কারণে অধিনায়ক কেন উইলিয়ামসন ও নিউজিল্যান্ড দলের সদস্যদের জরিমানা করা হয়েছে।

কার্ডিফে মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছে নিউজিল্যান্ড দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কিউই অধিনায়ক উইলিয়ামসনকে জরিমানা করেছেন ম্যাচ ফির ৪০ শতাংশ। আর দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ।