২০০৯ সাল থেকে ১২ই নভেম্বর দিনটিকে ‘ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে’ হিসাবে পালন করা হয়৷ সাধারণত বয়স্ক ব্যক্তিদের, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা কম তাদের ওপর প্রভাব ফেলতে পারে নিউমোনিয়া। তবে অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে।
নিউমোনিয়া কি?
নিউমোনিয়া হল ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণের কারণে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া থেকে জীবনহানিও হতে পারে। ছোট্ট শিশু এবং বয়স্ক ব্যক্তিরা, বহুদিন ধরে ভুগছে এমন কোনও রোগ থাকলে যেমন: বহুমূত্র, হৃদরোগ, ফুসফুসের অন্য কোনও রোগ থাকলে, যাদের অন্য কোনও কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে যেমন-ক্যান্সারে চিকিৎসাধীন অথবা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে ।
নিউমোনিয়া কয় ধরনের হয়ে থাকে?
কমিউনিটি থেকে হওয়া নিউমোনিয়া, হাসপাতাল থেকে হওয়া নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সুযোগ সন্ধানী জীবাণুর মাধ্যমে হওয়া নিউমোনিয়া অথবা অন্যান্য জীবাণু দ্বারা ঘটিত নিউমোনিয়া প্রভৃতি৷
নিউমোনিয়া হয়েছে কি করে বুঝবেন?
নিউমোনিয়া হলে সাধারণত যেসব লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়: জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম হওয়া, কাঁপুনি, বুকে ব্যাথা যা শ্বাস-প্রশ্বাসের সাথে ওঠা নামা করে, মাথা ব্যথা, পেশীতে ব্যথা, ক্লান্তি অনুভব করা প্রভৃতি৷
কখন ডাক্তার দেখাবেন?
অস্বাভাবিক জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম, বুকে ব্যথা হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।
এছাড়া যারা বৃদ্ধ এবং শিশু, যারা ফুসফুসে কোনও আঘাত পেয়েছেন, যাদের কেমোথেরাপি (ক্যান্সারের চিকিৎসা) অথবা অন্য কোনও ঔষধ খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তাদের যদি উপরোক্ত লক্ষণ দেখা দেয় তাহলে তাদেরকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তা না হলে নিউমোনিয়া মারাত্মক আকার ধারণ করতে পারে৷
কি ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে?
দৈহিক পরীক্ষা-নিরীক্ষা, বুকের এক্স-রে, রক্ত এবং কফ/শ্লেষ্মা পরীক্ষা। মারাত্মক নিউমোনিয়া হয়ে থাকলে হাসপাতালে ভর্তি হয়ে শিরা পথে অ্যান্টিবায়োটিক এবং অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। বাড়িতে থেকেও অ্যান্টিবায়োটিক সেবন করা যেতে পারে তবে এক্ষেত্রে বাড়িতে ভালোভাবে রোগীর প্রতি যত্ন নিতে হবে।
কি ধরনের চিকিৎসা আছে?
অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন, ভাইরাস প্রতিরোধী ঔষধ সেবন, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম, তরল খাদ্য গ্রহণ, জ্বর এবং ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবনের পাশাপাশি নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউমোনিয়া কিভাবে প্রতিরোধ করা যায়?
ভালোভাবে পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে।