
নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্কস্থ ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে আটক করে যুক্তরাষ্ট্র ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে মনে করছে বাংলাদেশ।
বুধবার মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শাহেদুল ইসলামকে আটকের এই ঘটনায় বাংলাদেশের উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, ঢাকা আশা করে ওয়াশিংটন এই উদ্বেগের বিষয়টি যথাযথভাবে আমলে নেবে।
বিবৃতিতে ১৩ মাস আগে নিখোঁজ হওয়া এক গৃহকর্মীর অভিযোগে ডেপুটি কনসাল জেনারেলকে এভাবে হেনস্থা করার তীব্র প্রতিবাদ জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পুরো বিষয়টির ওপর নজর রাখবে এবং প্রয়োজনীয় যেকোনো সাহায্য ও সহযোগিতা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার শাহেদুল ইসলামকে আটকের সংবাদটি শোনার পর বাংলাদেশে থাকা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহবুব-উজ-জামান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে কথা বলেন এবং ঢাকার অসন্তোষ প্রকাশ করেন। দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান অ্যান্দ্রিয়া রদ্রিগেজও এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
স্থানীয় সময় সোমবার সকালে জামাইকা এলাকার বাসা থেকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কূটনীতিক শাহেদুল ইসলামকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। পরে তাকে কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করা হয়।