![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/10/কলেজছাত্রীর-লাশ-উদ্ধার.jpg)
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে নিখোঁজের সাতদিন পর মাটি খুড়ে মনিরা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টায় দিকে শিবপুর উপজেলার শেরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মনিরা শেরপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে ও নরসিংদীর ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর থেকে মনিরার বাবা-মা পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মনিরার সঙ্গে তার বাবা-মায়ের বিরোধ চলছিল। এ নিয়ে বাবা-মা প্রায়ই মনিরাকে নির্যাতন করতো। গত সোমবার থেকে মনিরাকে বাড়িতে দেখা যাচ্ছিল না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
এলাকাবাসীর চাপের মুখে রোববার মনিরার বড় বোন নাদিরা বেগম স্থানীয় ইউপি মেম্বার আমির হোসেনকে বলেন, ‘মনিরা সাতদিন আগে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। বাড়ির পাশে মনিরার লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।’
নাদিরার স্বীকারোক্তির পর ইউপি মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে শিবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মাটি খুড়ে মনিরার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মনিরার পরিবারের লোকজন বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে।
পুটিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।