সিরাজগঞ্জ প্রতিনিধি : পুলিশের ধাওয়ায় নদীতে ঝাপ দিয়ে নিখোঁজের চারদিন পর বাচ্চু মিয়া (৪৫) নামে আরো একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকার ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাচ্চু মিয়া উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার বিকেল ৫টার দিকে ইছামতি নদী থেকে আসাদুল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রসঙ্গত, রোববার রাতে আসাদুল ও বাচ্চুসহ ছয়জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় জুয়া খেলতে বসা ছয়জনই ইছামতি নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে দুইজন নিখোঁজ ছিলেন।