নিখোঁজ শিশুর মরদেহ মিললো খেসারির ক্ষেতে

আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ফাহিম (০৭)নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে টার দিকে উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর এলাকার কামালপুরে ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার সন্তোষপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

ফাহিমের পিতা রেজাউল করিম জানান, গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে খেলতে যাব বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ফাহিম। দুপুর থেকে রাত পর্যন্ত অনেক খুঁজোখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে হঠাৎ এলাকাবাসী খেসারির ক্ষেতে দেখতে পায় ফাহিমের মরদেহ। পরে পুলিশকে খবর দেয়া হয়।  

শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসারইনচার্জ (ওসি) দিলীপ কুলাম দাস। মুঠোফোনে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।