নিজেদের আক্রমণে মরে যে প্রাণী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কাক কাকের মাংস খায় না- এই প্রবাদ আমরা যতোই শুনি না কেন খাবার নিয়ে দুই বা একাধিক কাকের ঝগড়া আমরা প্রায়ই দেখি। কুকুরদের ক্ষেত্রেও তাই। যদিও এক কাকের হামলায় আরেক কাক বা কুকুরের আক্রমণে আরেক কুকুর মারা গেছে এমন শোনা বা দেখা যায় না। তবে হ্যাঁ, মানুষের আঘাতে মানুষের মৃত্যু অহরহ দেখেছে বিশ্ব।

স্বজাতির মধ্যে মারামারি করে মৃত্যুর এমন ঘটনা অনেকের কাছেই মনে হতে পারে এই তালিকায় মানুষ এগিয়ে। কিন্তু না, বিভিন্ন প্রজাতির এক হাজারেরও বেশি স্তন্যপায়ী প্রাণীর ওপর করা একটি গবেষণায় দেখা গেছে নিজেদের মধ্যে হানাহানিতে মানুষ আসলে অনেক পিছিয়ে। সম্প্রতি নেচারে প্রকাশ করা হয়েছে সেই গবেষণার ফল যেখানে স্বজাতির হাতে প্রাণীর মৃত্যুর সংখ্যা বের করা হয়েছে।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, অধ্যাপক হোসে মারিয়া গোমেজ পরিচালিত এই গবেষণায় কিছু অপ্রত্যাশিত ফল দেখা গেছে, যার মধ্যে রয়েছে মিরক্যাট। এই প্রাণীগুলো সবচেয়ে প্রাণঘাতী স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীর মৃত্যুর ১৯.৪ শতাংশ হয়ে থাকে স্বজাতির আক্রমণে। আপনি নিজেই দেখে নিন এই তালিকায় আর কে কে আছে!