ক্রীড়া ডেস্ক: গল টেস্টে হারের দুঃসহ স্মৃতি ভুলে আজ কলম্বো টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে আজ নিজেদের সবকিছু উজার করে দিতে চাইবে মুশফিকুর রহিমের দল।
কলম্বোর পি সারা ওভালে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের শততম ম্যাচটি শুরু হচ্ছে আজ সকাল ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন ক্রিকেট ও টেন থ্রি।
এই টেস্টের জন্য আজ উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী হতে পারেন ইমরুল কায়েস। প্রথম টেস্টের পর তাকে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে। ফর্মহীনতার কারণে মাহমুদউল্লাহ ও মুমিনুল বাদ পড়ায় এই টেস্টে একাদশে জায়গা হতে পারে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।