বিনোদন ডেস্ক : গত বছর মুক্তিপ্রাপ্ত সুলতান সিনেমার জন্য ওজন বাড়িয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। এ কারণে সিনেমায় এক পর্যায়ে তাকে অতিরিক্ত মোটাও মনে হয়েছিল। কিন্তু এবার নিজের ওজন কমিয়েছেন এ অভিনেতা।
টিউবলাইট সিনেমার শুটিং শেষ করে এখন টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন সালমান খান। অস্ট্রিয়াতে হবে সিনেমার শুটিং। আর শুটিংয়ের জন্য নিজেকে সবচেয়ে ফিট হিসেবে তৈরি করছেন সালমান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদেন বলা হয়েছে, টাইগার জিন্দা হ্যায় সিনেমার জন্য ইতোমধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছেন সালমান খান। শুধু তাই নয়, এ জন্য নাকি আরো ওজন কমাবেন তিনি।
টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরের ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।