
সংসদ প্রতিবেদক : নিজ জেলা সদর পৌরসভার দুরবস্থা নিরসনে ব্যবস্থা নিতে জোরালো দাবি জানালেন দিনাজপুর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
এর পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহেই সদর পৌরসভার দুরবস্থা দেখতে একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সম্পূরক প্রশ্নে খালিদ মাহমুদ চৌধুরী এই দাবি জানান।
দিনাজপুর জেলা সদর পৌরসভার দুরবস্থার চিত্র তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পৌরসভা এলাকায় রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে। এতে দিনাজপুর শহর চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তাঘাটগুলোও সংকীর্ণ। পৌরসভা থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না। ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। শহরের ভেতর দিয়ে দুটি খাল গেছে সেগুলোর দুর্গন্ধে মানুষ অতীষ্ঠ। এছাড়া পৌরসভার মধ্যে একটি পার্ক আছে, সেটিও উন্নয়নের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
এর জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ওনার কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত। আমি আগামী সপ্তাহের মধ্যেই দিনাজপুরে একটি টিম পাঠাব। ওই পৌরসভার কি কি সমস্যা আছে, তা সরেজমিনে দেখার জন্য। কারণ, অর্থনৈতিক সমস্যা সবারই (পৌরসভা) আছে। কিন্তু উনি যেভাবে বর্ণনা করলেন, এতটা দুরবস্থা হওয়ার কথা না। কারণ, তাদের (পৌরসভার) নিজেদেরও নিজস্ব একটা বাজেট আছে। সরকারও প্রতিবছর নিয়মিতভাবে উন্নয়নের জন্য বরাদ্দ দেয়। তাই ওখানে কি সমস্যা আছে, সেটা দেখার জন্য আমি টিম পাঠাব এবং সমস্যা চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করবো।’