
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী গোদারাঘাট এলাকায় নিতাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজলার নিমাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতে বাঁধ ভেঙে ফসলের মাঠ, ঘরবাড়ি, স্থাপনা একের পর এক নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। নদী ভাঙন এলাকার অসহায় মানুষ সব হারিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। টানা বৃষ্টি আর উজানের পানির স্র্রোতে ধোবাউড়ার উপজেলার দণি মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় নিতাই নদীর প্রায় ১০০ ফুট এলাকার পাড় ভেঙে গেছে। উজানের পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে কালিকাবাড়ি, নয়াপাড়া, জাঙ্গালিয়াপাড়া, দুধকুড়া, ভল্লবপুর, খাগগড়া ও সোহাগীপাড়া গ্রামসহ ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার প্রায় ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। দুই উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছে। বহু মানুষ উঁচু রাস্তায় মালামাল, গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে। উঁচু রাস্তাগুলোও একের পর এক তলিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ওই এলাকাগুলোতে খাবার পানির সংকট দেখা দিয়েছে। প্লাবিত এলাকার মানুষগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।