নিরাপত্তামূলক এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করবে চট্টগ্রাম প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আসন্ন পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে চট্টগ্রামের পশুর হাটসমূহে কঠোর নিরাপত্তামূলক এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করবে চট্টগ্রাম প্রশাসন।

মহাসড়কে কোরবানির পশু পরিবহন নিরাপদ এবং নির্বিঘ্ন করার পাশাপাশি প্রতিটি পশুর হাটে ব্যবসায়ী এবং পশু ক্রেতাদের সর্বাত্মক সহায়তা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান বলেন, সব পক্ষের সহায়তায় ও সমন্বিত অংশগ্রহণে এবং জেলা প্রশাসন চট্টগ্রাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোরবানির পশুর হাট এবং নিত্যপণ্যের মনিটরিং করা হবে। এ ছাড়া কোরবানি উপলক্ষে মহাসড়কে কোরবানির পশু পরিবহনে নিরাপত্তামূলক ও সেবামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি আসন্ন ঈদুল আযহাসহ সারা বছর জুড়ে বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, ব্যবসায় ভোক্তা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সবাই যদি আমরা প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করি তবে আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং ফলে বাজার মূল্যও অস্থিতিশীল হবে না।