নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অন্যান্য বছরের তুলনায় এ বছর বাড়তি নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মূলত এ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ৯টা ১৭ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয় শোভাযাত্রাটি।

শোভাযাত্রার সামনে ও পেছনে র‌্যাবের বাইক পেট্রোল, ডিবি সদস্যদের দেখা গেছে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা ছিলেন।

পুরো শাহবাগ এলাকাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। শোভাযাত্রার ভেতরে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা মুখোশ পরে কাউকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া দোয়েল চত্বর থেকে শুরু করে ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) মোড় হয়ে শাহবাগ পর্যন্ত বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে গত কয়েক দিন গণমাধ্যমে বলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য পয়লা বৈশাখকে কেন্দ্র ডিএমপি, র‌্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি মাঠে সাদা পোশাকে গোয়েন্দাদের বিচরণ, বোম স্কোয়াড, ডগ স্কোয়াড রাখার ঘোষণাও দেওয়া হয়েছিল।

এ বছরের মতো অন্য কোনো বছর মঙ্গল শোভাযাত্রায় এত কড়াকড়ি দেখেননি চারুকলার প্রাক্তন শিক্ষার্থী সায়েম মাহমুদ। তবে দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তা তিনি মেনেও নিচ্ছেন।

আমাদের সঙ্গে আলাপকালে সায়েম মাহমুদ বলেন, ‘এটা প্রয়োজন ছিল। কারণ পয়লা বৈশাখ আমাদের পুরোনো ঐতিহ্য। এটি ধ্বংস করে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে।’

আরেক বর্তমান শিক্ষার্থী শামসুন্নাহার ইলা বলেন, ‘বরিশালে যখন জঙ্গিরা হুমকি দিয়ে চিঠি দেয় বা চট্টগ্রামে যখন দেয়ালে আঁকা ছবি মবিল দিয়ে নষ্ট করে দেয় তখন আমাদের উপলব্ধি করা দরকার যে আমরা কতটা হুমকির মধ্যে আছি। যেকোনো সময় জঙ্গিরা বা সাম্প্রদায়িক শক্তি আঘাত হানতে পারে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রতি বছর থাকা উচিত।’

এদিকে পুলিশের নেওয়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থাকে অনেকে বাড়াবাড়ি বলেও দেখছেন। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ মাহমুদ বলেন, ‘এটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেল। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর এত উপস্থিতি যে কাউকে ভয় পাইয়ে দেবে।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দরকার সেটা ঠিক আছে, কিন্তু এত নিরাপত্তার ভেতরে আমরা উৎসব করব কোথায়?’

সরকারি চাকরিজীবী মাছুম আহমেদ বলেন, ‘মনে হচ্ছে যুদ্ধের ময়দানে আছি। শত্রু পক্ষ থেকে আমাদের উদ্ধার করে নিরাপদ কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।’

যদিও গত বুধবার রমনা বটমূলে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে ফোর্সটির মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, ‘বাড়তি নিরাপত্তকে যেন কেউ বাড়াবাড়ি হিসেবে না দেখেন। এটি সবার মঙ্গল কামনা করেই নেওয়া হয়েছে।’

ডিএমপি উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘সবার নিরাপত্তার কথা চিন্তা করেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’