
সচিবালয় প্রতিবেদক : মোহাম্মদ মাহফুজুল হককে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মোহাম্মদ মাহফুজুল হক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য ছিলেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা।
মাহফুজুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্মাতকসহ (সম্মান)মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।