ছেলে মেয়ে নয় মানুষ হিসেবে পরিচিত হতে হবে
……………. অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন
আল-আমীন॥ কুষ্টিয়া শহরের ১৫ নং ওয়ার্ডের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত নিরাপদ স্কুল ও নিরাপদ সমাজ প্রকল্পের অধিনে নারী ও কিশোরী নিযাতন প্রতিরোধে সৃজনশীর অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশাদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন চাষী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেন্ডার বৈষম্যের কারনে সমাজে নারী পুরুষ ভাগ হয়েছে। নারী পুরুষ বা ছেলে মেয়ে নয় প্রতিটি মানুষকে বাঁচতে হবে মানুষ হিসেবে। মানুষ হিসেবে আমরা পরিচিতি পেলে সমাজে নারী পুরুষ বলে কোন ভেদাভেদ থাকবে না। তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, বর্তমান সরকার বাল্য বিবাহ যৌতুক প্রতিরোধে কঠোর আইন প্রনয়ন করেছে। পুলিশ প্রশাসন এই আইন বাস্তবায়নে কঠোর ভুমিকা রাখছে। সমাজ থেকে বাল্য বিবাহ যৌতুক পরিহার করতে হলে প্রথমে যারা এই অপরাধের শিকার তাদের কেই এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার সচেতন হলে সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আদালত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষিকা সুলতানা পারভিন।